ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

চেয়ারম্যান কর্তৃক কৃষি অফিসারকে মারধর ঘটনায় পটুয়াখালী ডিসি ও এসপি’র কাছে ডিপ্লোমা কৃষিবিদদের স্মারকলিপি

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ আনছার উদ্দিনকে সরকারী দায়িত্ব পালনের জন্য কনকদিয়া বাজারের #৩৯;বানী ফার্মের্সী#৩৯; সামনের রাস্তা দিয়ে যাওয়ার পথে পথরোধ করে কনকদিয়া উনিয়নের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার কর্তৃক সন্ত্রাসী কায়দায় কৃষি কর্মকর্তা আনছার উদ্দিনকে শারীরিকভাবে এলোপাথারি চড়-থাপ্পর, কিল-ঘুষি মেরে রাস্তায় ফেলে পা দিয়ে লাথি মেরে মেরে গুরুতর ফুলা জখম ঘটনার বিচার ও আসামী ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার দাবীতে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এর কাছে পৃথক স্মারক লিপি দিয়েছে পটুয়াখালী জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতৃবৃন্দ।

গতকাল ০২ নভেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসক ও বেলা ১১টায় পুলিশ সুপারের কাছে পৃথক পৃথক স্মারক লিপি প্রদান করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটুউশন বাংলাদেশ পটুয়াখালী জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ নাসির

উদ্দিন বিশ^াস। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা আঃ বারেক সিকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আঃ মজিদ, মোঃ জাকির হোসেন, নাসির উদ্দিন মৃধা ও

মুসা আকন, নাসরিন নাহার, ছানিয়া আক্তার, আকলিমা ীরমা, নুসরাতসহ প্রায় অর্ধশত কৃষিবিদ। কৃষিবিদ নেতৃবৃন্দ জানান, ২৯ অক্টোবর বাউফল উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আনছার উদ্দিন সরকারী দায়িত্ব পালনে কনকদিয়া বাজারের #৩৯;বানী ফার্মের্সী#৩৯; সামনের রাস্তা দিয়ে যাওয়ার পথে কনকদিয়া ইনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদার কৃষি কর্মকর্তা আনছার উদ্দিনকে প্রকাশ্য দিবালোকে বেধম মারধর করে ফুলা জখম করে। স্থানীয় লোকজন তাকে রক্ষা করে। এ ঘটনায় বাউফল উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে ঘটনার পরেরদিন ৩০ অক্টোবর বাউফল থানায় ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে আসামী করে একটি মামলা করা হয়। মামলা নং ২৬। আসামী শাহিন মামলার বাদীকে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে ভয়ভীতি ও জীবন নাশের হুমকী দিচ্ছে বলে কৃষিবিদরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানান। তারা আসামী শাহিন হাওলাদারের গ্রেফতার ও বিচার দাবী করেন।

ads

Our Facebook Page